Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৭তম বিসিএস থেকে চালু হচ্ছে ‘ইউনিক আইডি’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৮:১৪ | আপডেট: ২১ মে ২০২৫ ১৯:১৮

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)

ঢাকা: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) নিয়োগপ্রক্রিয়াকে স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিমূলক করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) থেকে প্রত্যেক আবেদনকারীকে একটি করে ‘ইউনিক আইডি’ দেওয়া হবে।

ফলে বিসিএস পরীক্ষার প্রার্থীদের তিন ধাপের পরীক্ষার প্রাপ্ত নম্বর ও ফলাফল নিজের সেই আইডিতে দেখতে পাবেন। সেইসঙ্গে এই ইউনিক আইডি দিয়ে প্রার্থী পিএসসির ক্যাডার ও ননক্যাডার উভয় পদেই আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

বুধবার (২১ মে) পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম গণমাধ্যমকে বলেন, ‘নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, নিরপেক্ষ, জবাবদিহিমূলক করার অংশ হিসেবে প্রত্যেক চাকরি-প্রার্থী তার প্রাপ্ত নম্বর, ফলাফল নিজের আইডিতে (ইউনিক আইডি) দেখতে পাবেন।’

তিনি জানান, এ বিষয়ে কমিশন নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এখন চলছে এ-সংক্রান্ত বিধিমালা সংশোধনের কাজ। এর মাধ্যমে প্রার্থীরা প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরিক্ষায় নিজেদের প্রাপ্ত নম্বর জানতে পারবেন । একইসঙ্গে ক্যাডার ও নন-ক্যাডার উভয় পদেই আবেদন করতে পারবেন। এতে বারবার আবেদনের জটিলতা কমে আসবে।

৪৭তম বিসিএস থেকেই এটি কার্যকর করা সম্ভব হবে বলে জানান পিএসসির চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম।

সারাবাংলা/এনএল/পিটিএম

ইউনিক আইডি টপ নিউজ পিএসসি বিসিএস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর