Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ২ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৮:৪০ | আপডেট: ২১ মে ২০২৫ ১৮:৪৯

প্রতীকী ছবি। সংগৃহীত

নীলফামারী: নীলফামারী সদরের চাপরা শরনজানি ইউনিয়নের ইটাপির এলাকার একই পরিবারের তিনজন বিদুৎপৃষ্টের ঘটনায় দুজন নিহত হয়েছেন। অপর এক জনের অবস্থাও আশঙ্কাজনক।

বুধবার (২১ মে ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শরনজানি ইউনিয়নের ইটাপির এলাকার সোলায়মান হুসাইন (৭৫), তার ছেলের বউ শাবানা (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন সোলায়মান হুসাইনের স্ত্রী ওয়াতুননেসা (৭০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বসতঘরে বাশের খুঁটি লাগাতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হন সোলাইমান। এ সময় তার স্ত্রী ও ছেলের বউ এগিয়ে গেলে তারাও বিদ্যুতাতিয় হন। এ সময় ঘটনাস্থলেই সোলায়মান ও শাবানা নিহত হন। গুরুতর অবস্থায় ওয়াতুননেসাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি।

সারাবাংলা/এমপি

বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর