Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাভাবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৯:২২

আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ক সেমিনার।

টাঙ্গাইল: টাঙ্গাইল ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মহত্যা প্রতিরোধ ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এমবিএসটিইউ রিডার জোন ও সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক, মাভাবিপ্রবি চ্যাপ্টার এবং দেশবন্ধু গ্রুপ যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে ‘সংকট মোকাবিলার কৌশল: মানসিক চাপে থাকা শিক্ষার্থীদের প্রতি কার্যকর সাড়া দেওয়ার পদ্ধতি’ বিষয়ে আলোচনা করেন বক্তারা।

সেমিনার সঞ্চালনা করেন রিডার জোন এর সাধারণ সম্পাদক রাহাদুল ইসলাম। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. ফজলুল করিম এবং দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. ইদ্রিসুর রহমান। প্রধান আলোচক ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. (অব.) মেজর আবদুল ওহাব।

প্রধান অতিথি বলেন, ‘আত্মহত্যা একটি ভয়াবহ সামাজিক সমস্যা, যা শুধু একটি ব্যক্তির জীবনকেই নিভিয়ে দেয় না তার পরিবার, বন্ধুবান্ধব এবং পুরো সমাজকেই এক গভীর বেদনার সাগরে ভাসিয়ে দেয়।’

তিনি আরও বলেন, ‘আমরা জানি, প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো সময়ে হতাশা, দুশ্চিন্তা ও মানসিক চাপ আসে। তবে মনে রাখতে হবে, এই কঠিন সময়ও পার হয়ে যায়। জীবনের কোনো সমস্যাই আত্মহত্যার মাধ্যমে সমাধান হতে পারে না। তাই আমাদের দায়িত্ব পরিবার, বন্ধু, সহপাঠী ও সহকর্মীদের পাশে দাঁড়ানো। সহানুভূতি, সহযোগিতা এবং মানসিক স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর মাধ্যমে আমরা এই ভয়াবহ প্রবণতা প্রতিরোধ করতে পারি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

আত্মহত্যা প্রতিরোধ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেমিনার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর