Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ১৯:৫৭

উদ্ধার অভিযান চালাচ্ছে পুলিশ।

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুই জুয়েলার্স ব্যাবসায়ীসহ তিনজন নিহত হয়েছেন।

বুধবার (২১ মে) দুপুরে পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া পাগলের মোড় এলাকায় এবং একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার কমলাপুর গ্রামের বাসিন্দা মৃত হাবু শেখের ছেলে মাতৃ জুয়েলার্সের মালিক কোরবান শেখ, কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার জানিপুর গ্রামের মৃত ভনী ভূষন রায়ের ছেলে ও কৃঞ্চা জুয়েলার্সের মালিক অশোক রায় এবং পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের বাবর আলী প্রামানিকের ছেলে লোকমান প্রামানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে পাংশা উপজেলায় একটি দোকানে হালখাতার অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি কুষ্টিয়া জেলায় ফিরছিলেন জুয়েলার্স ব্যাবসায়ী কোরবান শেখ ও অশোক কুমার রায়। এ সময় তাদের মোটরসাইকেলটি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের নওপাড়া পাগলের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুভর্তী একটি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হলে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অপরদিকে, এর আগে বেলা সাড়ে ১২টার সময় পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় তোরাব স্টোরের সামনের রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে মারা যান কৃষক লোকমান প্রামানিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাহউদ্দিন জানান, বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুজন নিহত হয়েছেন। ঘাতক ট্রাক ও চালক পালিয়ে গেছেন। ঘাতক ট্রাক ও চালক আটকে অভিযান অব্যাহত আছে। এছাড়াও হাবাসপুর ইউনিয়নে দ্রুত গতির এক মোটরসাইকেলের চাপায় পথচারী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর