Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসিকে হুমকি দিতেই ঘেরাও কর্মসূচি হচ্ছে: নজরুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৫ ২০:২৪ | আপডেট: ২২ মে ২০২৫ ০০:১৬

ময়মনসিংহে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

ময়মনসিংহ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচন কমিশনকে অন্তর্বর্তী সরকার দেশের প্রচলিত আইন অনুযায়ী নিয়োগ দিয়েছেন, সেই নির্বাচন কমিশন তাদের মতামত স্বাধীনভাবে ব্যক্ত করলেও তাদের হুমকি দেওয়ার জন্য ঘেরাও কর্মসূচি হচ্ছে। বিষয়গুলো ভালো দৃষ্টান্ত না।

বুধবার (২১ মে) সকালে ময়মনসিংহ বিভাগীয় বিএনপির উদ্যোগে সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

নজরুল ইসলাম খান বলেন, ‘নির্বাচনি ট্রাইব্যুনাল রায় দেওয়ার পরেও প্রশাসনিক ক্ষমতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে যিনি মেয়রের দায়িত্ব পেয়েছেন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না।’

তিনি বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে বর্তমান সরকারের সাফল্য-ব্যর্থতা নিয়ে এখনও প্রশ্ন তুলি নাই। কিন্তু বেশ কিছু বিষয়ে জনগণের মধ্যে প্রশ্ন সৃষ্টি হচ্ছে; সরকারে থেকে বিশেষ কোনো রাজনৈতিক দলের পক্ষে কাজ করার অভিযোগ। আমাদের ভালো লাগে না, কারণ আমরা সরকারকে পছন্দ করি।’

দলের নতুন সদস্য নেওয়ার কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ‘দলের বদনাম হয় এমন কাউকে সদস্য করা যাবে না। এমন কাউকে নেওয়া যাবে না যাতে দলের শুভানুধ্যায়ীরা অসস্তুষ্ট হয়।’

নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও সদস্য ফরম নবায়ন কমিটির সদস্যসচিব এম রশিদুজ্জামান মিল্লাত। বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন ও আবু ওয়াহাব আকন্দ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ইসি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নজরুল ইসলাম খান বিএনপি ময়মনসিংহ মেয়র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর