Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাহবাগে রাস্তা বন্ধ, চাপ পড়েছে মেট্রোরেলে

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৫:২৪ | আপডেট: ২২ মে ২০২৫ ১৬:৫২

মেট্রোরেলে যাত্রীদের ভীড়। ছবি: সারাবাংলা

ঢাকা: টিকিট কাউন্টার, প্লাটফর্ম কোথাও পা ফেলার জায়গা নেয়। ট্রেন স্টেশনে থামতেই ধাক্কাধাক্কি হুড়োহুড়ি করে ঢুকে যাচ্ছেন কামরায়। যারা জায়গা পাচ্ছেন না তাদেরকে মাইকে পরের ট্রেনে আসার জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে। প্রতিটি কোচ যাত্রী ঠাঁসা অবস্থায় ছেড়ে যাচ্ছে স্টেশন থেকে।

বৃহস্পতিবার (২২ মে) মতিঝিল থেকে ছেড়ে আসা প্রতিটি মেট্রোরেলের এই অবস্থা।

ট্রেনে যাত্রীদের ভীড়। ছবি: সারাবাংলা

সরেজমিনে দেখা গেছে, সচিবালয় স্টেশনের টিকিট কাউন্টার থেকে শুরু হয়েছে যাত্রীদের ভিড়। যাত্রীদের অভিযোগ দীর্ঘ সময় লেগে যাচ্ছে টিকিট পেতে। এদিকে যাদের এমআরটি বা র‌্যাপিড পাস রয়েছে তারাও দাঁড়িয়ে রয়েছেন লাইনে। তারওপরে ট্রেন আসতে দেরী করছে। বার বার মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যাত্রীদের চাপে ট্রেন পৌঁছাতে দেরি করছে। আবার ট্রেন থামার পর যাত্রীদের চাপে দরজা আটকানো যাচ্ছে না। বার বার মাইকিং করে দরজা থেকে দূরে দাঁড়ানোর জন্য বলা হলেও যাত্রীরা শুনছেন না। ফলে স্টেশনগুলো থেকে ট্রেন ছাড়তেও দেরি করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যা মামলার তদন্তে গাফলতির প্রতিবাদ এবং মূল হত্যাকারীসহ সব আসামীকে গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলন করছে ছাত্রদল। রাজধানীর গুরুত্বপূর্ণ এ স্থানে অবরোধের কারনে শাহাবাগ ও এর আশে পাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গণপরিবহনে চরম দুর্ভোগ পোহাতে হবে ভেবে স্বল্প দূরত্বের যাত্রীরাও মেট্রোরেল বেছে নিয়েছেন। আর এতে অতিরিক্ত যাত্রী মেট্রোরেলে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

চাপ মেট্রোরেল যাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর