Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শাওন-হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৭:১২ | আপডেট: ২২ মে ২০২৫ ১৭:৫৭

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সাবেক ডিবি প্রধান হারুন।

ঢাকা: সৎ মায়ের মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন, সাবেক ডিবি প্রধান হারুনসহ ১২ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহ এ আদেশ দেন। তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. পিন্টু।

অপর আসামিরা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি ইউনিটের সাবেক এডিসি নাজমুল ইসলাম, মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মো. আলী, বোন মাহিন আফরোজ শিঞ্জন, সেঁজুতি, সাব্বির, সুব্রত দাস, মাইনুল হোসেন, পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁইয়া, এসআই শাহ আলম ও মোখলেছুর রহমান মিল্টন। এর মধ্যে সাইফুল ইসলাম ভূঁইয়া ও শাহ আলম জামিনে রয়েছেন। বাকিরা পলাতক। তাদের বিরুদ্ধে গত ২২ এপ্রিল গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পারভেজ সুমন জানান, এদিন মামলার তারিখ ধার্য ছিল। মামলা চলমান থাকা অবস্থায় আসামিরা যেন দেশের বাইরে যেতে না পারেন সেজন্য দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করা হয়। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন বিচারক। এছাড়া আগামি ১ জুলাই মামলার পরবর্তী তারিখ ঠিক করা হয়েছে।

গত ১৩ মার্চ হত্যাচেষ্টা ও মারধরের অভিযোগে ১২ জনের বিরুদ্ধে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন শাওনের সৎ মা নিশি ইসলাম।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্বের স্ত্রীর কথা গোপন রেখে প্রলোভন দেখিয়ে ২০২৪ সালের ২১ ফেব্রুয়ারি ৫০ লাখ টাকা দেনমোহরে নিশি ইসলামকে বিয়ে করেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী। পরবর্তীতে তিনি বিয়ের কথা জানতে পারেন। মোহাম্মদ আলীর আগের একটি পুত্র ও তিনটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের বিষয়টি জানতে চাইলে তিনি প্রথম বিয়ে সম্পর্কে জানাতে বিভিন্ন রকমের ছলনা ও প্রতারণার আশ্রয় নেন। একপর্যায়ে সব প্রতারণার কথা স্বীকার করেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরএম/এমপি

ডিবি হারুন দেশত্যাগে নিষেধাজ্ঞা মেহের আফরোজ শাওন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর