ঢাকা: অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণের আল্টিমেটাম দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলন স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর কাকরাইল মোড়ে চলমান আন্দোলনে উপস্থিত হয়ে তিনি এই ঘোষণা দেন।
ইশরাক বলেন, ‘আমাদের অবস্থান কর্মসূচি আপাতত স্থগিত। আমরা অন্তর্বর্তী সরকারকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করবো। তবে দুই উপদেষ্টার পদত্যাগের দাবি অব্যাহত থাকবে। অবিলম্বে তাদের পদত্যাগ করতে হবে।’
৮ দিনব্যাপী চলমান আন্দোলনে জনদুর্ভোগের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের আন্দোলনে নগর ভবনে অনেকে সেবা থেকে বঞ্চিত হয়েছেন, রাস্তা বন্ধ থাকায় অনেকের সমস্যা হয়েছে। এ জন্য আমি নগরবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। আমাদের দাবির সঙ্গে একাত্মতা প্রতাশ করে নগরবাসী রাজপথে নেমে আসায় তাদের ধন্যবাদ জানাচ্ছি।’
এর আগে, গতকাল বুধবার সকাল থেকে ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে কাকরাইলে ও মৎস ভবন মোড়ে অবস্থান নেন বিএনপির নেতাকর্মীরা। তারা সারারাত সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। ফলে মেয়র হিসেবে শপথ নিতে ইশরাকের আর কোনো বাধা থাকল না।