Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রেনে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ১৮:৩৪

কমলাপুর রেলস্টেশনে আয়োজিত আলোচনা সভা।

ঢাকা: আসছে ঈদুল আযহা উপলক্ষ্যে ট্রেনে ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে তৎপর থাকার নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২২ মে) রাজধানীর কমলাপুর রেলস্টেশনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এক আলোচনা সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

সভায় যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হয়। এ সময় প্লাটফরমে বিনা টিকেটের যাত্রী প্রবেশ প্রতিরোধ, টিকেট কালোবাজারি, বিনা টিকেটে ভ্রমণ, ঝুঁকিপূর্ণভাবে ছাদে ভ্রমণ, নির্দিষ্ট প্লাটফরম ছাড়া অন্যত্র যাত্রী উঠানামা ও স্টেশন এলাকায় আইন শৃংখলা পরিপন্থী যেকোনো কার্যকলাপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের বিশেষ করে আরএনবি সদস্যদের নির্দেশনা প্রদান করা হয়।
পাওয়ার কার, খাবার গাড়ি ও ইঞ্জিনে যেনো কোনো যাত্রী উঠতে না পারে সেদিকে লক্ষ্য রাখতেও সংশ্লিষ্ট কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হয়। অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সজাগ থাকতেও সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়া ১ জুন থেকে গুরুত্বপূর্ণ স্টেশনসমূহে পর্যাপ্ত মোবাইল কোর্ট পরিচালনা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ স্টেশনসমূহ নিয়মিত পরিদর্শন করবেন বলেও সভায় জানানো হয়।

আলোচনা সভায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনসহ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/এনজে

ঈদযাত্রা কর্মকর্তাদের নির্দেশ ট্রেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর