Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চুয়াডাঙ্গায় অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ মে ২০২৫ ২০:২৮ | আপডেট: ২২ মে ২০২৫ ২০:৩০

মরদেহ। প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গা উপজেলার যমুনার মাঠের সেচ খালের ঝোঁপ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, মরদেহটির হাত-পায়ের আঙুলসহ কিছু অঙ্গপ্রত্যঙ্গ ছিল না। ধারণা করা হচ্ছে, কোনো প্রাণী হয়তো সেগুলো নিয়ে গেছে। তারা ধারণা করছেন, কয়েকদিন আগে ওই ব্যক্তিকে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছিল।

জামজামি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আরিফুল ইসলাম জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। তবে মরদেহ দেখে শনাক্ত করতে পারেননি। পরে তিনি বিষয়টি জামজামি ক্যাম্পের পুলিশকে জানান।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই যুবকের গায়ে গেঞ্জি ও লুঙ্গি ছিল। মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি কয়েকদিন আগের হওয়ায় অর্ধেক গলে গেছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে ময়নাতদন্তে পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, খবর পেয়ে চুয়াডাঙ্গা থেকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সারাবাংলা/এইচআই

অর্ধগলিত মরদেহ চুয়াডাঙ্গা মরদেহ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

জুনে বসছে বিপিও সামিট
২৩ মে ২০২৫ ০০:১৯

আরো

সম্পর্কিত খবর