Thursday 22 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে একজোট হওয়ার আহ্বান শারমীন এস মুরশিদের


২২ মে ২০২৫ ২১:৪৯

সভায় উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

ঢাকা: নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে সমাজের সবস্তরের মানুষকে একজোট হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘হার ডিগনিটি, হার রাইটস: ইউনাইট ফর স্টপিং ভায়োলেন্স উইমেন অ্যান্ড চিলড্রেন’ শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

শারমীন এস মুরশিদ বলেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা একটি জাতীয় সমস্যা। এটি শুধুমাত্র আইনি কিংবা প্রশাসনিক বিষয় নয়, বরং এটি সামাজিক ও সাংস্কৃতিক চেতনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রতিরোধ গড়ে তুলতে হলে পরিবার, প্রতিষ্ঠান ও সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার বিভিন্ন আইন ও নীতিমালা নিয়েছে, কিন্তু বাস্তবায়নের জন্য দরকার সমন্বিত কার্যক্রম। আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা, শিক্ষা এবং দৃষ্টিভঙ্গির পরিবর্তন জরুরি।’

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন সংস্থা, উন্নয়নকর্মী ও শিক্ষাবিদরাও বলেন, ‘সহিংসতা প্রতিরোধে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করা জরুরি, যাতে আক্রান্তরা সহজেই সহায়তা ও ন্যায়বিচার পেতে পারেন।’

আয়োজনটি পরিচালনা করে ‘আমরা একজোট’ প্ল্যাটফর্ম, যা নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিক, অধিকার ও উন্নয়ন কর্মী খুশি কবির প্রমুখ।
ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভাটি পরিচালনা করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। আরও উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএন/এইচআই

জাতীয় সমস্যা নারী শারমীন এস মুরশিদ শিশু সহিংসতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর