গাজায় সর্বশেষ ইসরায়েলি হামলায় অন্তত ৮৫ জন নিহত হয়েছেন। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত কয়েক দিনে অনাহারে মৃত্যু হয়েছে ২৯ জনের। এদের মধ্যে রয়েছে শিশু ও বৃদ্ধরা। আরও হাজার হাজার মানুষ অনাহারের ঝুঁকিতে রয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) গাজায় ভোর থেকে চলা ইসরায়েলের এই অব্যাহত বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েল এখন পর্যন্ত অন্তত ৫৩ হাজার ৭৬২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এর মধ্যে আহত হয়েছেন এক লাখ ২২ হাজার ১৯৭ জন।
যদিও সরকারি মিডিয়া অফিস নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০ এর বেশি বলে জানিয়েছে, কারণ ধ্বংসস্তুপের নিচে নিখোঁজ থাকা হাজার হাজার মানুষকেও মৃত বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায় তবে এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করা হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।
জাতিসংঘে পাঠানো এক চিঠিতে আরাকচি বলেন, ‘আমরা বিশ্বাস করি ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যদি ইহুদিবাদী ইসরায়েল হামলা চালায়, তাতে যুক্তরাষ্ট্রেরও সম্পৃক্ততা থাকবে এবং তারা এর আইনগত দায় বহন করবে।’
এর আগে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।