Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরগঞ্জে ২ হাজার বস্তায় আদা চাষের শুভ উদ্বোধন

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ১০:১৯

প্রাকৃতিক উপায়ে বস্তায় আদা চাষের শুভ উদ্বোধন।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে সরকারি শিশু পরিবার (বালক) এর অধিবাসীদের জন্য বস্তায় আদা চাষের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে এ প্রকল্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

সরকারি শিশু পরিবার বাস্তবায়নে এ প্রকল্পের অধীন দুই হাজার বস্তায় আদা চাষ করা হবে। এর মাধ্যমে এতিম-অসহায় অধিবাসী শিশুরা প্রাকৃতিক উপায়ে চাষ করা আদার উপকার ভোগ করবেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক পুরো কার্যক্রমটি পরিদর্শন করেন। এ সময় সরকারি শিশু পরিবার (বালক) এর উপতত্বাবধায়ক মোছা. সালমা খানমের সভাপতিত্বে- বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্যদের মাঝে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মঈনুর রহমান মনির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দীর্ঘদিন ধরেই সরকারি শিশু পরিবার (বালক) অধিবাসীদের প্রাকৃতিক উপায়ে নিজস্ব বাগানে উৎপাদিত বিভিন্ন শাক-সবজি, মৌসুমী ফল ও পুকুরে চাষকৃত মাছ খাওয়ানো হচ্ছে। এখানকার এতিম-অসহায় শিশুদের সুষ্ঠু ও সুন্দর পরিবেশে বড় করে তুলতে এমন অনেক কার্যক্রম চলমান রয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

আদা চাষের শুভ উদ্বোধন