নিজের ক্যারিয়ারে গোল কম করেননি তিনি। আর্জেন্টিনা, বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির হয়ে ৮৬০ বার বল জালে জড়িয়েছেন লিওনেল মেসি। তবে এত গোলের মধ্যে মেসির সবচেয়ে পছন্দের গোল কোনটি? কঠিন এই প্রশ্নের জবাব মেসি নিজেই দিয়েছেন। এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, ২০০৯ সালের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেডে করা সেই গোলটিই তার সবচেয়ে প্রিয়।
ক্যারিয়ারে চোখ ধাঁধানো গোলের সংখ্যা নেহায়েতই কম নয় মেসির। গেটাফের বিপক্ষে ৬ ফুটবলারকে কাটিয়ে সেই গোল, অ্যাটলেটিক বিলবাওয়ের বিপক্ষে অবিশ্বাস্য সেই দৌড় কিংবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে অন্তিম মুহূর্তের সেই গোল; প্রিয় গোল বেছে নিতে তাই বেশ হ্যাপাই পোহাতে হতো মেসিকে।
সবাইকে খানিকটা অবাক করা দিয়েই ইউনাইটেডের বিপক্ষে সেই হেডে করা গোলটিকে বেছে নিলেন মেসি। নিজের প্রথম চ্যাম্পিয়ন লিগ জয়ের সেই ম্যাচে ৭০ মিনিটের মাথায় জাভির ক্রসে লাফিয়ে উঠে হেড করে বল জালে জড়িয়েছিলেন মেসি। ২-০ গোলের সেই জয়ে শিরোপা জেতে বার্সা।
মেসি জানালেন এই গোলটিকে বেছে নেওয়ার কারণ, ‘আমার ক্যারিয়ারে অনেক গোল আছে। এর মধ্যে অনেক গোলই হয়তো এই গোলটিই সম্ভবত সবচেয়ে সুন্দর ও অনেক বেশি মূল্যবান। তবে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে হেডে করা এই গোলটিই আমার সবচেয়ে পছন্দের।’
মেসি নিজের পছন্দের এই গোলটি বেছে নিয়েছেন ইন্টার মায়ামি ফাউন্ডেশনের নেতৃত্বে ‘গোল ইন লাইফ’ নামের দাতব্য কাজের জন্য। গোলটিকে এখন চিত্রকর্মে রূপ দেওয়া হবে। এরপর সেই চিত্রকর্মকে দাতব্য কাজের জন্য নিলামে তোলা হবে।
গোলের সেই চিত্রকর্মে মেসি এবং শিল্পী রেফিক আনাদোলের স্বাক্ষরও থাকবে। আগামী ১১ জুন নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে নিউইয়র্কে উন্মোচন করা হবে। নিলাম শেষ হবে আগামী ১১ জুলাই।