Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যে অদ্ভুত কারণে ডিআরএস ছাড়াই চলছে পিএসএল

স্পোর্টস ডেস্ক
২৩ মে ২০২৫ ১১:০০

পিএসএলের দ্বিতীয় ভাগে নেই ডিআরএস

ভারত-পাকিস্তান সংঘাতের পর পুনরায় শুরু হওয়া পিএসএলের ম্যাচ দেখতে বসে দর্শক নিশ্চয়ই খানিকটা অবাক হয়েছেন। মৌসুমের শুরু থেকেই পিএসএলে ডিআরএস পদ্ধতি থাকলেও দ্বিতীয় ভাগে শুরু হওয়া টুর্নামেন্টের ম্যাচগুলোতে এটি ব্যবহার করা হচ্ছে না! কিন্তু ঠিক কী কারণে ডিআরএস ছাড়াই পিএসএল চালিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ?

গত মাসের শেষভাগে ভারত-পাকিস্তান সংঘাতের প্রভাব পড়েছে পিএসএলেও। মাঝে বেশ কয়েকদিনের জন্য স্থগিত হয় টুর্নামেন্ট। দেশে ফিরে যান বিদেশি ক্রিকেটার ও স্টাফরা। পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আবারও মাঠে গড়ায় পিএসএল।

বিজ্ঞাপন

ইএসপিএন বলছে, টুর্নামেন্ট বন্ধ থাকার সময় বিদেশি ক্রিকেটারদের মতো প্রযুক্তি সরবরাহকারী হক-আই দলও পাকিস্তান ছেড়েছিল। এরপর টুর্নামেন্ট শুরু হলেও তারা ফেরেনি। গত ৭ মে পিএসএল বন্ধ থাকার আগ পর্যন্ত ডিআরএসের ব্যবহার দেখা গেলেও তাই টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে নেই এই সুবিধা।

ডিআরএস ছাড়াই গতকাল পর্যন্ত ৫টি ম্যাচ আয়োজন করেছেন কর্তৃপক্ষ। বল ট্র্যাকিং, আলট্রা এজ প্রযুক্তি না থাকায় মাঠের আম্পায়ারের সিদ্ধান্তের ওপরেই তাই ভরসা করতে হচ্ছে ক্রিকেটারদের। এখন পর্যন্ত অবশ্য বড় কোনো বিতর্কিত ঘটনা ঘটেনি।

আজ দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে লাহোর ও ইসলামাবাদ। আগামী ২৫ মে হবে টুর্নামেন্টের ফাইনাল।

সারাবাংলা/এফএম

ডিআরএস পিএসএল ২০২৫ সাকিব আল হাসান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর