Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় শহিদ সাকিবের কবর জিয়ারত করলেন শিল্প উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ১৮:২৩

কবর জিয়ারত

খুলনা: ছাত্র-জনতার অভ্যুত্থানে ঢাকার রূপনগরে পুলিশের গুলিতে শহিদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (২৩ মে) খুলনায় জুলাই বিপ্লবে শহিদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত করেন তিনি।

এসময় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, পিপিএম, উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ড. সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, কেডিএ চেয়ারম্যান ব্রি. জে. মোহাম্মদ জাহাংগীর হোসেন উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত বছরের ১৯ জুলাই বিকালে মিরপুর-৬ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনের রাস্তায় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে নির্বিচার গুলিবর্ষণ এবং এলোপাতাড়ি ককটেল বিস্ফোরণ ঘটায়। সেসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে সাকিব বুকে গুলিবিদ্ধ হন। গুরুতর আহতাবস্থায় তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/এসআর

কবর জিয়ারত খুলনা ছাত্র-জনতার অভ্যুত্থান শহিদ সাকিব রায়হান শিল্প উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর