ঢাকা: দুই উপদেষ্টার পদত্যাগ চাই, কিন্তু আমরা প্রধান উপদেষ্টার পদত্যাগ চাই না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
শুক্রবার (২৩ মে) রাজধানীর পুরানা পল্টনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, আমরা তাকে (প্রধান উপদেষ্টা) অবশ্যই সুযোগ দেব, কারণ তার প্রতি আমাদের শ্রদ্ধা ও বিশ্বাসের জায়গাটা রয়েছে।
তিনি আরও বলেন, দুর্নীতিবাজ এবং একই সাথে নৈরাজ্যের মাস্টারমাইন্ডের সাথে আমাদের কোনো আলোচনা না।
তিনি আরও বলেন, জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে সাড়া দিয়ে আর কোনো ঐক্যের পথে হাঁটতে চাই না। বারবার এদের আহ্বানে সাড়া দিয়ে আমরা ধোঁকা খেয়েছি।
উপদেষ্টা পরিষদের পূর্ণগঠনের দাবির প্রশ্নে রাশেদ খান বলেন, অবশ্যই উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করতে হবে। তিনি বলেন এই পরিষদে আওয়ামী লীগের পাহারাদার রয়েছে।