কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারায় দুই নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার সিসিটিভি’র ভিডিও ফুটেজ দেখে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ মে) দুপুরে উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবকের নাম বোরহান উদ্দিন (২০)। তিনি উপজেলার সাতবাড়ীয়া এলাকার আফতাব উদ্দিনের ছেলে।

আটক বোরহান উদ্দিন (২০)।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২৭ সেকেন্ডের ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শুক্রবার (২৩ মে) ১২ টার দিকে ভেড়ামারা উপজেলা বড় মসজিদ গলির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল দুই শিক্ষার্থী। এ সময় অভিযুক্ত যুবক বোরহান ও তার বন্ধুরা একই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক শিক্ষার্থীর শরীরে হাত দিয়ে স্পর্শে উত্ত্যক্ত করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উপজেলা এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শহিদুল ইসলাম সারাবাংলাকে বলেন, দুই শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার ভিডিও ছড়িয়ে পড়ার ২ ঘণ্টার মধ্যে তাকে আটক করা হয়েছে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।