Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির কাছে ৩ আহ্বান জানালেন সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ২০:১২ | আপডেট: ২৩ মে ২০২৫ ২৩:৫৪

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচার, মৌলিক সংস্কার ও জুলাই গণহত্যার নির্দেশদাতা হাসিনার বিচারের রোডম্যাপ চাইতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ বিএনপিকে আহ্বান জানিয়েছেন এনসিপির নেতা সারজিস আলম।

শুক্রবার (২৩ মে) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘এই মুহূর্তে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সেই হিসেবে তাদের কাছে আমাদের এবং বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক বেশি। তাদের দায়বদ্ধতাও সবচেয়ে বেশি।’

সারজিস আলমের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে নেওয়া।

এনসিপির এই নেতা বলেন, ‘সমাধানের একমাত্র পথ হিসেবে যখন নির্বাচনী রোডম্যাপের কথা বলা হয় তখন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করা সাধারণ জনগণ আশাহত হয়, শহিদ পরিবারের সদস্যরা আশাহত হয়, আহত যোদ্ধারা আশাহত হয়। কোটি মানুষ যে আকাঙ্ক্ষাকে সামনে রেখে পাঁচ আগস্টে জীবনের মায়া না করে রাজপথে নেমে এসেছিল তাদের স্বপ্নভঙ্গ হয়।’

সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির কাছে আহ্বান জানিয়ে সারজিস বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ চাওয়ার পাশাপাশি গণহত্যার বিচারের রোডম্যাপ চান, দেশের মৌলিক সংস্কারের রোডম্যাপ চান, জুলাই গণহত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারের রোডম্যাপ চান।’

সর্বশেষ সারজিস বলেন, ‘এতো বড় একটা গণঅভ্যুত্থানের পর বিএনপির মত বড় দল সবকিছু বাদ দিয়ে খালি নির্বাচন নিয়ে কথা বললে আমরা আশাহত হই, বাংলাদেশ আশাহত হয়।’

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি বিএনপি সারজিস আলম সালাউদ্দিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর