Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে সাংবিধানিক ও আইনি অধিকার শীর্ষক কর্মশালা

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৫ ২১:১৮

ঢাকা: নারায়ণগঞ্জে নাগরিকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ মে) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারের আইন ও সংসদ বিষয়ক বিভাগ এই কর্মশালার আয়োজন করে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইন ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী।

কর্মশালায় বক্তব্য দেন আইন ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব মোছা. জান্নাতুল ফেরদৌস, মো. মনিরুজ্জামান, আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক যুগ্মসচিব জি এম আতিকুর রহমান জামালী, নারায়ণগঞ্জের সিনিয়র জেলা জজ মো. আবু শামীম আজাদ ও পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।

কর্মশালায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দফতরের প্রধানগণ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মশালায় দেশের সংবিধান ও বিদ্যমান আইনের বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে উপস্থিত অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করা হয়, যা ভবিষ্যতে আইনি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

এই কর্মশালাটি নাগরিকদের সাংবিধানিক ও আইনি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেছেন। এটি দেশের আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে কার্যকর ভূমিকা রাখবেও অংশগ্রহণকারীগণ জানিয়েছেন।

সারাবাংলা/ইউজ/এসআর

কর্মশালা নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর