Friday 23 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পাসেই ঢাকা বোট ক্লাবে চাকরি

সারাবাংলা ডেস্ক
২৩ মে ২০২৫ ২১:৫৬ | আপডেট: ২৩ মে ২০২৫ ২২:৩৭

‎নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বোট ক্লাব। এসি/ভিআরএফ/রেফ্রিজারেশন বিভাগে ‘টেকনিশিয়ান/সিনিয়র টেকনিশিয়ান’ পদে ২ কর্মী নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

‎প্রতিষ্ঠানের নাম:
‎ঢাকা বোট ক্লাব;

‎পদের নাম:
‎টেকনিশিয়ান/সিনিয়র টেকনিশিয়ান;

‎বিভাগ:
‎এসি/ভিআরএফ/রেফ্রিজারেশন;
‎‎
‎পদসংখ্যা:
‎২টি;

‎চাকরির ধরন:
‎পূর্ণকালীন;

‎বেতন:
‎আলোচনা সাপেক্ষে;

‎অন্যান্য সুযোগ-সুবিধা:
‎প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

‎প্রার্থীর ধরন:
‎শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করেতে পারবেন;

‎প্রার্থীর বয়স:
‎২০ থেকে ৩৫ বছর;

‎কর্মস্থল:
‎ঢাকা;

‎কর্মক্ষেত্র:
‎অফিসে;
‎‎
‎আবেদনের যোগ্যতা:

বিজ্ঞাপন

‎*এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
‎*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;
‎*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

‎আবেদন প্রক্রিয়া:
‎‎আগ্রহী প্রার্থীরা https://jobs.bdjobs.com/jobdetails.asp?id=1367709&ln=1 এই ঠিকানায় বিস্তারিত জানা যাবে।

‎আবেদনের শেষ তারিখ:
‎ আগামী ১৩ জুন ২০২৫ পর্যন্ত;

সারাবাংলা/এনএল/এসআর

চাকরি চাকরির খবর বোট ক্লাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর