ঢাবি: সাম্য হত্যাকারীদের গ্রেফতার ও বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনে থাকা দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মেডিকেলে সেন্টারে পাঠানো হয়েছে। অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। দাবিতে অনড় শিক্ষার্থীরা।
শুক্রবার (২৩ মে) রাত ৯ টার দিকে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মর্তুজা বশির মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সাইমা হক বিদিশা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ অনশনরতদের সঙ্গে কথা বললে তারা চিকিৎসা নিতে সম্মত হন।
অসুস্থ শিক্ষার্থীরা হলেন- ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও মো. মাহতাবউদ্দিন। তারা অনশনের ৫২ ঘণ্টা পর মেডিকেলে চিকিৎসা নিতে গিয়েছেন।
এদিকে, অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে। উপাচার্যের বাসভবনের সামনে দাবিতে অনড় স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের সভাপতি জামাল উদ্দিন খালিদসহ বেশ কিছু শিক্ষার্থী এখনো উপস্থিত রয়েছেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা অনশনরত শিক্ষার্থীদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে ডাকসু আয়োজনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রক্রিয়া চলমান রয়েছে। আগামীকাল একটি সভা করব সেখানে আলোচনা করে ডাকসুর বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।