Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, অভিযোগ ইনকিলাব মঞ্চের

ঢাবি করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৩:২২ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৪:২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ইনকিলাব মঞ্চের জরুরি সংবাদ সম্মেলন।

ঢাবি: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাইকে কুক্ষিগত করেছে বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। তিনি বলেন, এনসিপির ভুল তিনটা। এনসিপি জুলাইকে কুক্ষিগত করেছে, তাদের অনেকেই দুর্নীতিগ্রস্ত হয়েছে এবং ঐক্য নষ্ট করেছে ।

শনিবার (২৪ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শরীফ উসমান হাদী।

উপদেষ্টা মাহফুজ আলমের উদ্দেশে হাদী বলেন, মন চাইলেই পোস্ট দেয়। তিন ঘণ্টা পর ডিলেট করে দেয়। পরে এসে ক্ষমা চায়। ভাই, আপনি যদি আবেগী হন তাহলে নাটক করেন, আর্ট করেন। আপনাকে উপদেষ্টা হতে কে বলেছে?

জাতীয় সরকার গঠন করে বিচার, মৌলিক সংস্কার ও নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে ইনকিলাব মঞ্চের এ আহ্বায়ক বলেছেন, বিচার ও সংস্কার না করে ইউনূস সরকার চলে গেলে বা নির্বাচনের দিকে গেলে দেশে অচিরেই গৃহযুদ্ধ লাগবে।

হাদী বলেন, জুলাই ঘোষণাপত্র না হলে জুলাই শহিদ পরিবার কিংবা যারা এই আন্দোলনে শরিক হয়েছে তাদেরকে ভারত আর আওয়ামী লীগ কচুকাটা করবে। জুলাই ঘোষণাপত্র হলে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত কার্যকর হবে। এ সরকারের মধ্যে যারা আওয়ামী লীগকে চায় তাদের নৈতিক পরাজয় হয়েছে নিষিদ্ধের মাধ্যমে। তাদের চূড়ান্ত পরাজয় হবে জুলাই সনদ তৈরি হলে।

তিনি দাবি করেন, সরকার ও সেনাবাহিনী এ মুহূর্তে মুখোমুখি অবস্থান করছে। সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছে সেটি স্পষ্ট একটি রাজনৈতিক বক্তব্য। বাংলাদেশ সেনাবাহিনীর অনেক অফিসার আওয়ামী লীগের সুবিধাভোগী বলেও মন্তব্য করেন তিনি।

শরিফ ওসমান বলেন, ড. ইউনূসের পরিচয় ব্যবহার করে এই সরকারের অনেকেই ক্ষমতায় থাকতে চায়। এই সরকারের মধ্যে এরইমধ্যেই অনেকে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে।
বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনারা কেন জুলাইয়ের রাজনীতি করলেন না? আমরা এনসিপিকে পরে ধরবো। আপনারা বলুন যে জুলাই ঘোষণাপত্র দিতে হবে, না হয় ঢাকা শহর অচল করে দিবো।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এনজে

ইনকিলাব মঞ্চ এনসিপি জুলাইকে কুক্ষিগত

বিজ্ঞাপন

আম বেগুনের খাট্টামিঠা
২৪ মে ২০২৫ ১৬:৩৫

আরো

সম্পর্কিত খবর