Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজকের মধ্যে ডাকসুর তফসিল ঘোষণা করতে হবে: কাদের

ঢাবি করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ২৪ মে ২০২৫ ১৯:৩৬

ডাকসুর দাবিতে শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

ঢাকা: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ডাকসু নির্বাচনসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের আজকের মধ্যে ডাকসু তফসিল ঘোষণার আলটিমেটাম দিয়েছেন।

শনিবার (২৪ মে) দুপুরে তারা মধুর ক্যান্টিনের সামনে জড়ো হয় এবং সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলাভবন, হলপাড়া প্রদিক্ষণ করে সিনেট ভবনে পৌঁছায় এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করে।

বিজ্ঞাপন

এ সময় তারা ‘এক দুই তিন চার, ডাকসু আমার অধিকার’, ‘আমার ভাই মরলো কেন প্রশাসন জবাব চাই’, ‘সাম্য ভাই কবরে খুনি কেন বাহিরে’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, ডাকসু ডাকসু’সহ নানা স্লোগান দেন।

এ সময় আব্দুল কাদের বলেন, ‘আমরা আপনাদের বলতে চাই, আজকের মধ্যে ডাকসুর তফসিল ঘোষণা করতে হবে। আজকের দিনের মধ্যে ডাকসুর নির্বাচন কমিশন ঘোষণা করতে হবে। আর কোনো টালবাহানা নয়। আর যদি টালবাহানা করেন, আবারও ক্যাম্পাস অনিরাপদ হবে।’

ভিসি প্রক্টরের উদ্দেশ্য তিনি বলেন, ‘ক্যাম্পাসে শিক্ষক, কর্মকর্তা নির্বাচন হতে পারে কিন্তু ডাকসু নির্বাচন হতে পারে না। যদি আপনারা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত ও ডাকসু নির্বাচন না দিতে পারেন তাহলে আপনারা এই আসনের যোগ্য না।’

এ সময় তিনি তাদের তিন দফা দাবি তুলে ধরেন

  • সাম্য হত্যার বিচার নিশ্চত করা।
  • ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করা।
  • দ্রুততম সময়ের মধ্যে ডাকসু নির্বাচন দেওয়া।

গণতান্ত্রিক ছাত্র সংসদের মূখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির একটি শ্রেণি ডাকসু পেছাতে চায় দাবি করে বলেন, বর্তমান সময়ে পুলিশের, প্রশাসনের যে নির্লিপ্ততা সেটি একটি শ্রেণি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উপর দায় দিয়ে ডাকসু নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ে তৈরি করা বিশৃঙ্খলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন পুরোপুরি সক্ষম হয়নি। এটি তাদের ব্যর্থতা। তবে যে ব্যর্থতার দায় ভিসি-প্রক্টরের না, সেটি ভিসি প্রক্টরের উপর দিয়ে ইচ্ছাকৃতভাবে বিশ্ববিদ্যালয় যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, আমরা তার নিন্দা জানাই।’

এ সময় তিনি দাবি করেন, এই পরিস্থিতি সম্পূর্ণভাবে সৃষ্টি করা হয়েছে ডাকসু এবং বিশ্ববিদ্যালয়ের যে গণতান্ত্রিক প্রক্রিয়া আছে তা পিছিয়ে দেওয়ার জন্য।

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের সঙ্গে কথা বলার জন্য একটি প্রতিনিধিদল তাদের পাঠাতে বললেও তারা এটির বিরোধিতা করে বলেন, আমরা প্রশাসনের কাছে যাবো না। বরং প্রশাসনের এখানে আসতে হবে।

সারাবাংলা/কেকে/এমপি

ডাকসু নিরাপদ ক্যাম্পাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর