ময়মনসিংহ: রোববার ১১ জ্যৈষ্ঠ, জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিন। কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার স্মৃতিধন্য ত্রিশালের দরিরামপুরে জন্মজয়ন্তী ও মেলার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।
‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’ এ প্রতিপাদ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
নজরুল মঞ্চের সাজসজ্জার প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন ডেকোরেশন, লাইট ও সাউন্ড সিস্টেম, বিদ্যুৎ শ্রমিকরা।
আলোচনা সভা, নাটক, গান, কবিতা ও নৃত্যের ঝংকারে নজরুল সংগীত শিল্পী-গবেষক এবং সাংস্কৃতিক অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর হবে এ আয়োজন।
এদিকে দেশের বিভিন্ন এলাকা থেকে বাহারি পণ্য নিয়ে মেলায় এসেছেন দোকানিরা। মেলায় নিরাপত্তায় ট্রাফিকসহ আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।