ঢাকা: জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রোববার (২৫ মে) সুশীল সমাজের আলোচনা অনুষ্ঠিত হবে। শনিবার (২৪ মে) ঐকমত্য কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘রোববার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) এ আলোচনা অনুষ্ঠিত হবে।
এর আগে, গত ১৮ মে কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেছিলেন, ‘ঐকমত্য প্রতিষ্ঠা কমিশনের একার কাজ নয়। এটি রাজনৈতিক দল, সুশীল সমাজ, সামাজিক ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর দায়িত্ব।’
উল্লেখ্য, জাতীয় ঐক্য গঠনে গত দুইমাস ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান রেখেছে জাতীয় ঐকমত্য কমিশন।