উপ-পরিচালকসহ ৬ পদে ৮ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আলোকিত মানুষ গড়ার প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র। আগ্রহী প্রার্থীরা আগামী ১৭ জুনের মধ্যে ই-মেইল আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম:
বিশ্বসাহিত্য কেন্দ্র;
১. পদের নাম:
উপ-পরিচালক (হিসাব)
পদসংখ্যা: ১টি;
বেতন: ৪৮,০০০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর;
২. পদের নাম:
সহকারী পরিচালক (ফিউচার লিডারশিপ প্রোগ্রাম)
পদসংখ্যা: ৩টি;
বেতন: ৪০,৫০০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর;
৩. পদের নাম:
অভ্যন্তরীণ নিরীক্ষক
পদসংখ্যা: ১টি;
বেতন: ৪০,৫০০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর;
৪. পদের নাম:
হিসাব কর্মকর্তা
পদসংখ্যা: ১টি;
বেতন: ২১,৬০০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর;
৫. পদের নাম:
প্রোগ্রাম অফিসার
পদসংখ্যা: ১টি;
বেতন: ২১,৬০০ টাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
৬. পদের নাম:
এমআইএস অফিসার
পদসংখ্যা: ১টি;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে;
চাকরির ধরন:
পূর্ণকালীন;
প্রার্থীর ধরন:
নারী-পুরুষ;
কর্মস্থল:
দেশের যে কোনো স্থানে;
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীরা ই-মেইল পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি) সংযুক্ত করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়:
প্রধান নির্বাহী বরাবর আবেদনপত্র [email protected] ঠিকানায় ই-মেইল করতে হবে;
আবেদনের শেষ তারিখ:
আগামী ১৭ জুন ২০২৫ পর্যন্ত।