ঢাকা: জাতীয় সরকার গঠন, সাম্য হত্যার বিচার ও সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। শনিবার (২৪ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে দলটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব রাকিবুল হাসান বলেন, ‘আমরা আজ এমন এক সন্ধিক্ষণে উপস্থিত হয়েছি যেখানে বাংলাদেশের আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে পতিত স্বৈরাচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করে তাদের হটিয়ে মোহাম্মদ ইউনুসের সরকারকে ক্ষমতায় এনে যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিল তা ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সাম্য হত্যার বিচার দাবিতে ৭৫ ঘন্টা ধরে অনশনে থাকা বিন ইয়ামিন মোল্লাসহ তিনজনের সাথে প্রশাসন দেখা করলেও কোন নির্দিষ্ট রূপরেখা দিতে পারেনি। বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থীর বৈধ প্রক্রিয়ায় কোন নির্বাচিত প্রতিনিধি নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি কোনো চাপে নির্বাচন দিতে বিলম্ব করে আমরা তাদের বাধ্য করব নির্বাচন দিতে।’
দলটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সানাউল্লাহ হক বলেন, ‘এটা খুবই লজ্জাজনক যে ৫ আগস্টের পরে কোনো যৌক্তিক দাবি নিয়ে আমাদের অনশন করতে হবে। এছাড়াও বাংলাদেশের একটি বৃহৎ ছাত্র সংগঠনের একজনকে হত্যার প্রায় ১১ দিন পার হয়ে গেলেও মূল হোতাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়নি। তাহলে যদি সাধারণ নাগরিক খেটে খাওয়া মানুষের হত্যাকাণ্ড হয় তারা বিচার পাবে কি-না এটা আমাদের আশঙ্কার জায়গা থাকবে। এছাড়াও গত দুইদিন ধরে এক ধরনের নাটক চলছে যে ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করবেন। যদি তার রাষ্ট্র পরিচালনা করতে সমস্যাই হয় তাহলে উনার উচিৎ রাষ্ট্রের যত রাজনৈতিক দল এবং অংশীজন আছে তাদেরকে ডেকে সমস্যার বিষয়টি খুলে বলা। কিন্তু সেটা না করে তিনি এনসিপির আহ্বায়ককে জানালেন। আমার প্রশ্ন নাহিদ ইসলাম কি বর্তমান সরকারের মুখপাত্র?’