পঞ্চগড়: পঞ্চগড়ে মাদক সেবনের দায়ে রানা (১৯) নামে এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ মে) বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহন মিনজী।
দণ্ডাদেশ প্রাপ্ত রানার বাড়ি পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকায়। তিনি ওই এলাকার মনসুর আলীর ছেলে।
এ সময় সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল করিমসহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শহিদ মিনারের বেদির পাশে বসে মাদক (গাঁজা) সেবন করছিলেন কয়েকজন যুবক। পরে সদর উপজেলা ভূমি অফিসের সিসিটিভি ক্যামেরাতে মাদক সেবনের দৃশ্য দেখে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার। এ সময় বাকিরা পালিয়ে গেলেও পুলিশের হাতে আটক হয় রানা। মাদক সেবনের বিভিন্ন আলামতও মেলে ভ্রাম্যমাণ আদালতে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।
পরে দণ্ডাদেশ প্রাপ্ত রানাকে থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহন মিনজী বলেন, ‘একজনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আগামীতেও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’