ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটায় ‘সন্ত্রাস বিরোধী শিক্ষর্থীবৃন্দ’ ব্যানারে এই কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বাম ছাত্রসংগঠনগুলোর নেতারা।
বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে কলাভবন, হলপাড়া, রেজিস্ট্রার বিল্ডিং প্রদক্ষিণ করে ভিসি চত্বরে এসে পৌঁছায়।
এসময় তারা ‘আমার ভাই কবরে, খুনি কেনো বাহিরে’, ‘ভিসি প্রক্টরের অনেক গুণ, ৯ মাসে ২ খুন’,’আমার ভাই কবরে, প্রক্টর কেনো চেয়ারে’সহ নানা স্লোগান দেন।
এসময় সূর্যসেন হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবিদ উর রহমান মিশু বলেন, আজ ১১ দিন হয়ে হয়ে যাওয়ার পরেও খুনি অধরা। আরও তিনজনকে নাকি গ্রেফতার করা হয়েছে কিন্তু তাদেরকে জনতার সামনে আনা হয় নাই। এছাড়াও সাম্য হত্যার পরে এই ব্যর্থ প্রশাসন বিভিন্ন লোক দেখানো পদক্ষেপ নিয়েছে কিন্তু তারা সাম্য হত্যার বিচার নিয়ে এখন পর্যন্ত কোনো সদুত্তর দিতে পারেনি।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সংগঠক ইসরাত জাহান ইমু বলেন, বিগত ১৬ বছরে হাসিনার রেজিমে যে সাম্য ভাই সম্মুখ সারির যোদ্ধা ছিলো তাকে ক্যম্পাস সংলগ্ন এলাকায় নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। একটা গোষ্ঠী রাজনৈতিক স্বার্থে সাম্য ভাইয়ের হত্যার বিচার চাওয়াটাকে আড়াল করার জন্য ফিকে বিষয়গুলো সামনে নিয়ে আসছে।