Saturday 24 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত-এনসিপি ’২৬-এর জুনের মধ্যে, বিএনপি আসছে ডিসেম্বরেই নির্বাচন চায়

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৫ ২৩:৩৪

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সারাবাংলা

ঢাকা: আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তবে একই দিন বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন

শফিকুল আলম বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। জামায়াত ও এনসিপি এ বিষয়ে সমর্থন জানিয়েছে। তিনটি রাজনৈতিক দলই চায়, যেন প্রধান উপদেষ্টার অধীনেই সুষ্ঠু নির্বাচন হয়। ডিসেম্বর থেকে জুনের ৩০ তারিখের মধ্যে নির্বাচন হবে, এর বাইরে যাবে না।’

শফিকুল আলম বলেন, ‘স্থানীয় নির্বাচনে জোর দিয়েছে এনসিপি। আওয়ামী লীগের আমলের সব নির্বাচন অবৈধ ঘোষণা চেয়েছে তারা। বিএনপি, জামায়াত ও এনসিপি প্রধান উপদেষ্টার পদত্যাগ নয়, তাকে সমর্থন জানিয়েছে।’

সারাবাংলা/জিএস/পিটিএম

এনসিপি জামায়াত জুন ডিসেম্বর নির্বাচন বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর