Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুম্বাইয়ে উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫


২৮ জুন ২০১৮ ১৫:২১

।। আন্তর্জাতিক ডেস্ক ।।

ঢাকা: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে ১২ সিটের একটি চার্টার্ড প্লেন বিধ্বস্ত হয়ে কমপক্ষে ৫ জন মারা গেছেন। বৃহস্পতিবার (২৮ জুন) পূর্ব মুম্বাইয়ের আবাসিক এলাকা ঘাটকোপারে একটি নির্মাণাধীন ভবনের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আরোহীদের মধ্যে ২ জন পাইলট, ২ জন প্লেন ইঞ্জিনিয়ার ও ১ জন মোটর সাইকেল চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, পাইলট যখন অবতরণের চেষ্টা করছিলেন তখনই বিমানটিতে বিস্ফোরণ ঘটে। জুহু বিমানবন্দর থেকে পরীক্ষামূলক উড্ডয়নের পর এটি মুম্বাই বিমানবন্দরে অবতরণের কথা ছিল।

সামাজিক গণমাধ্যমে প্রকাশ হওয়া ছবিতে প্লেনটির  ধ্বংসাবশেষ থেকে কালো ধোঁয়া বেরুতে দেখা গেছে। প্রায় ১ ঘন্টা চেষ্টার পর প্লেনটির আগুন নেভানো সম্ভব হয়।

প্লেনটির বর্তমান মালিক ইউওয়াই  এভিয়েশন। ২০১৪ সালে দেশটির উত্তর প্রদেশ সরকার কিং এয়ারের সি৯০ টার্বুপ্রপ  মডেলের এই পুরনো প্লেনটি  ইউওয়াই লিমিটেডের কাছে বিক্রি করে দেয়। প্লেনটি এর আগেও একবার এলাহাবাদে দুর্ঘটনার শিকার হয়।

 

সারাবাংলা/এটি/এনএইচ

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর