Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের উত্তপ্ত সচিবালয়, চলছে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১২:২৩ | আপডেট: ২৫ মে ২০২৫ ১২:৩৫

সচিবালয়ে চলছে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ। ছবি: সারাবাংলা

ঢাকা: মাস ছয়েক বিরত থাকার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। নিষেধাজ্ঞা সত্ত্বেও টানা তিন দিন ধরে সচিবালয়ের ভেতরেই বিক্ষোভ-মিছিল প্রতিবাদ সমাবেশ করছেন সরকারী কর্মজীবীরা। তারা বলছেন, সরকার যে অধ্যাদেশটি করেছে তা অবিলম্বে বাতিল করতে হবে।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে এই দাবিতে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনের অংশে জড়ো হন সরকারি কর্মচারী-কর্মকর্তারা। এদিন ১০টার দিকে সবাই উপস্থিত হলে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি মো. নুরুল ইসলাম ও মহাসচিব মো. মুজাহিদুলের নেতৃত্বে কর্মকর্তা কর্মচারীরা মিছিল শুরু করেন। ৬ নম্বর ভবনের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি মন্ত্রিপরিষদ বিভাগ অর্থাৎ ১ নম্বর ভবনের সামনে দিয়ে নতুন ভবন ক্লিনিক ভবন হয়ে ১১ নম্বর ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কিছু সময় অবস্থানের পর তারা মিছিল নিয়ে ফের সচিবালয় প্রদক্ষিণ করেন। এ সময় তারা এক হও লড়াই কর, অবৈধ কালো আইন মানি না, মানবো না বলে শ্লোগান দিতে থাকেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার তারা অধ্যাদেশ বাতিলের দাবিতে প্রথম সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এরপর শুক্রবার বাদে শনিবার ফের আন্দোলন কর্মসূচি পালন করেন। আজ রোববারও সকালে একই ইস্যুতে বিক্ষোভ মিছিল পালন করেছেন।

উল্লেখ্য, ২০১৮ সালের সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ আকারে প্রণয়ন করা হয়। সেখানে সরকারি কর্মজীবীদের আন্দোলন কর্মসূচি পালনে বাধ্যবাধকতা যুক্ত করা হয়েছে। আর এ নিয়েই ক্ষুব্ধ সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তারা বলছেন, এই অধ্যাদেশ বাস্তবায়ন হলে সরকারি কর্মজীবীদের প্রতিবাদ বা কথা বলার কোনো সুযোগ থাকবে না।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

কর্মকর্তা-কর্মচারী বিক্ষোভ সচিবালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর