Sunday 25 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্থানীয় নির্বাচন আগে চায় বাংলাদেশ খেলাফত আন্দোলন ‎

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ১৫:৪১ | আপডেট: ২৫ মে ২০২৫ ১৬:০৭

নির্বাচন ভবনে ‎বাংলাদেশ খেলাফত আন্দোলনের সদস্যরা।

‎ঢাকা: ‎বাংলাদেশ খেলাফত আন্দোলনের (একাংশ) আমির মাওলানা আবু জাফর কাসেমী, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবি জানিয়েছেন। সেইসঙ্গে তিনি বলেন, ‘কমিশনের প্রতি আস্থা আছে। এবার সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে বলে প্রত্যাশা করি।’

‎‎রোববার (২৫ মে) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশনের সঙ্গে বৈঠকে পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

‎এ সময় তিনি জানান, প্রধান নির্বাচন কমিশন বরাবর, তাদের নতুন কমিটিকে আমলে নেওয়ার আবেদন করা হয়েছে।

‎মাওলানা আবু জাফর কাসেমী বলেন, ‘বিগত তিনটি জাতীয় নির্বাচন দিনের ভোট রাতে হওয়ায় জনগণের ভোটের প্রতিফলন হয়নি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হলে তৃণমূল থেকে যোগ্যরা উঠে আসবেন। এতে জাতীয় নির্বাচনেও তাদের ভালো ভূমিকা থাকবে।’

‎তিনি আরও জানান, সিইসিকে লেখা দলটির আমির ও মহাসচিবের যৌথ সই করা আবেদনে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গ, চরম দুর্নীতি ও অনাচারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমির মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীকে দলের নিয়মিত কাউন্সিলের মাধ্যমে অপসারিত করে দলের গঠনতন্ত্র মোতাবেক নতুন দলীয় কেন্দ্রীয় কমিটি গঠন করে। পরে কমিশন বরাবরে তালিকা দেয়। তারপরও তিনি তার নেতৃত্বাধীন কমিটির বৈধতা চেয়ে আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে তা আবার প্রত্যাহারও করে নেন।

‎২০২৪ সালের ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে তার কমিটিকেই আমলে নিয়ে ভোটে অংশ নেওয়ার সুযোগ দেয় ইসি। পরবর্তীতে গত বছরের ৩১ আগস্ট কাউন্সিলের মাধ্যমে আবু জাফর কাসেমীকে আমির ও ফখরুল ইসলাম মহাসচিব নির্বাচিত হন। এক্ষেত্রে দ্বন্দ্ব নিরসন হওয়ায় নতুন এই কমিটিকেই আমলে নেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে আবেদনে।

‎সেইসঙ্গে আবেদনে খেলাফত আন্দোলনের এই অংশটি দাবি করে, গঠনতন্ত্র অনুযায়ী তারা বৈধ কমিটি। এ ব্যাপারে আদালতের রায়ও তাদের পক্ষে রয়েছে।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

নির্বাচন বাংলাদেশ খেলাফত আন্দোলন বৈঠক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর