ঢাকা: সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ নিয়ে এরই মধ্যে ক্ষুদ্ধ কর্মকর্তা-কর্মচারীরা। এই অধ্যাদেশ বাতিলের তাবিতে গত কয়েকদিন ধরেই সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা। এ নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘যেটা যে সময়ে দরকার পড়ে, সেই সময়ে সেটা করা হয়।’
রোববার (২৫ মে) সচিবালয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগ সরকার নির্বাচন ম্যানুপুলেট করার উদ্দেশ্যে আইনটির সংশোধন করে। এখন ওটা শুধু বাদ দেওয়া হয়েছে। আগে আইনটি যেমন ছিল এখন সেটাই করা হয়েছে।’
তিনি বলেন, ‘তারপরেও যদি কারো এ নিয়ে আপত্তি থাকে, তারা আলোচনা করতে পারেন। মন্ত্রিপরিষদ বিভাগ বা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আলাপ করা যেতে পারে।’
আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আলোচনা করে সমস্যাটা সমাধান করে নেবেন।’
এখনই কেন অধ্যাদেশ জারির উদ্যোগ এই প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটার ব্যাখ্যা আমার কাছে নেই। তবে এটা বলা যায় যে, যখন যেটার দরকার হয়, তখন সেটা করা হয়।’
উল্লেখ্য, গত ২২ মে সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ উপদেষ্টা পরিষদ অনুমোদন দেয়। এরপর থেকেই সচিবালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। তাদের দাবি এই অধ্যাদেশ বাতিল করতে হবে।