ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী (সাকা চৌধুরী) প্রতিষ্ঠিত ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন চেয়েছে।
রোববার (২৫ মে) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে, প্রধান নির্বাচন কমিশনার-সিইসি’র সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন এনডিপির চেয়ারম্যান মো.আবু তাহের। বৈঠকে, এনডিপি’র পাঁচজন সিইসি ও ইসির সঙ্গে বৈঠকে অংশ নেন। এ সময় দলের মহাসচিব আব্দুল্লাহ হারুন সোহেল, প্রেসিডিয়াম মেম্বার মুসা মন্ডল, জামিল আহমেদ, মিজানুর রহমান পাটোয়ারী উপস্থিত ছিলেন।
এনডিপির চেয়ারম্যান আরও বলেন, অতীতে আমাদের দলের নিবন্ধনের আবেদন স্বৈরাচার সরকার যেসব কারণে দেয়নি, সেগুলো আমরা আলোচনা করেছি সিইসির সঙ্গে। সালাউদ্দিন কাদের চৌধুরী এই দলের মহাসচিব থাকার কারণেই মূলত দলের রেজিস্ট্রেশন দেয়নি। যদিও নির্বাচন কমিশনের সব ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করেছিলাম তারপরও আমাদের নিবন্ধন দেওয়া হয়নি।
আবু তাহের জানান, ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে আমাদের সব নেতা-কর্মী সড়কে ছিল, আন্দোলনে ঐক্যবদ্ধ ছিল- এই বিষয়গুলো আমরা ইসিকে জানিয়েছি। আমরা চাচ্ছি, এনডিপি যেহেতু একটি জাতীয় গণতান্ত্রিক দল, দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম, আমরা এখন রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন চাচ্ছি।