Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাদামখেতে গাঁজার চাষ করে যুবক ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ মে ২০২৫ ২০:৪১

পঞ্চগড়: পঞ্চগড়ের সদর উপজেলায় বাদামখেতে গাঁজার চাষ করে গাঁজার গাছ ও মাদকসহ রতন ওরফে লাবু (৩০) নামে এক যুবক পুলিশের হাতে ধরা পড়েছেন।

রোববার (২৫ মে) বিকেলে পঞ্চগড় জেলা পুলিশের ফেসবুক পেজে এই তথ্য প্রচার করা হয়। এর আগের দিন শনিবার (২৪ মে) বিকেলে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।

আটক রতন সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছপুকুরী এলাকার আজগর আলীর ছেলে।

পুলিশ জানায়, রতন নামের ওই যুবক দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি বাদামখেতে বাদামের পাশাপাশি কয়েকটি গাঁজার গাছও রোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গাঁজার ৬টি গাছ ও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর

গাঁজা গাঁজার চাষ ট্যাপেন্টাডল ট্যাবলেট পঞ্চগড় যুবক ধরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর