Saturday 07 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ত্র হাতে সেলফি তুলে যুবক ধরা

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ নভেম্বর ২০২৪ ১৮:০৬ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ১৮:১১

ফেরদৌস মোরশেদ। ছবি: সারাবাংলা।

চট্টগ্রাম ব্যুরো: ‘হিরোইজম’ প্রদর্শনে অস্ত্র হাতে তোলা ছবি মোবাইলে সংরক্ষণ করে ফেঁসে গেছেন ফেরদৌস মোরশেদ (২৪) নামে এক যুবক। পুলিশ তাকে গ্রেফতারের পাশাপাশি সেই অস্ত্রটিও উদ্ধার করেছে।

রোববার (৩ নভেম্বর) রাতে নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। তার দেয়া তথ্যে সাতকানিয়া উপজেলায় যুবকের গ্রামের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-মিডিয়া) কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে জানান, সন্দেহজনক ঘোরাঘুরির সময় পুলিশ ফেরদৌস মোরশেদ নামে ওই যুবককে আটক করে। তার মোবাইল তল্লাশি করতে চাইলে যুবক সেটা দিতে গড়িমসি করেন। এতে পুলিশের মধ্যে আরও সন্দেহ তৈরি হয়।

‘মোবাইল নিয়ে দেখা যায়, সেখানে অস্ত্র হাতে তোলা তার একটি ছবি সংরক্ষিত আছে। হিরোইজম দেখাতে সে সেলফি ভঙ্গিমায় ছবিটি তোলে। জিজ্ঞাসাবাদে সে জানায়, অস্ত্রটি তার বাড়িতে রাখা আছে। তখন পুলিশ সদস্যরা সাতকানিয়ায় গিয়ে তার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে।’

এডিসি তারেক আজিজ আরও জানান, ফেরদৌস মোরশেদের বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। তার অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

সারাবাংলা/আরডি/এসআর

অস্ত্র চট্টগ্রাম যুবক ধরা সেলফি হিরোইজম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর