Monday 26 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মধ্য বাড্ডায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

স্টাফ করসেপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ০২:২০ | আপডেট: ২৬ মে ২০২৫ ০২:২৫

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডায় কামরুল হাসান সাধন নামে বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৫ মে) রাত ৯টার দিকে মধ্যবাড্ডার গুদারাঘাট চার নম্বর গলিতে এ ঘটনা ঘটে। নিহত কামরুল হাসান সাধন গুলশান থানার বিএনপির যুগ্ন আহবায়ক ছিলেন। তার স্যাটেলাইট টেলিভিশন লাইনের ব্যবসা রয়েছে।

বাড্ডা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে মধ্যবাড্ডা গুদারাঘাট চার নম্বর গলিতে সাধন নামে এক ব্যক্তিকে গুলি করে দুর্বৃত্তরা। পরে লোকজন তাকে উদ্ধার করে জাতীয় হৃদরোগ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।

ওসি আরও জানান, ঘটনার সময় সাধন গুদারাঘাট এলাকায় চেয়ারে বসে অন্যান্য লোকজনের সঙ্গে গল্প করছিলেন। এ সময় দু’জন ব্যক্তি তাকে গুলি করে পালিয়ে যায়। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

সারাবাংলা/পিটিএম

গুলি টপ নিউজ বিএনপি নেতা হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর