Monday 26 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাজের অগ্রগতি নিয়ে ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন আজ

স্টাফ করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ০৮:২০ | আপডেট: ২৬ মে ২০২৫ ০৯:৫০

‎ঢাকা: কাজের অগ্রগতি বিষয়ে জানাতে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ‎জাতীয় ঐকমত্য কমিশন।

সোমবার (২৬ মে) বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, রোববার (২৫ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন।

‎উল্লেখ্য, ঐকমত্য গঠনে রাজনৈতিক দলের সঙ্গে প্রথম ধাপের আলোচনা শেষ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এরইমধ্যে সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা সম্পন্ন হয়েছে। কমিশনের ছয় মাসের সময় প্রায় অর্ধেকটা সময় এসে কাজের অগ্রগতি জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

‎এরইমধ্যে, কমিশন প্রথম পর্যায়ে ৩৩টি দলের সঙ্গে আলোচনা করেছে।

‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

ঐকমত্য কমিশন সংবাদ সম্মেলন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর