জমজমাট এক লড়াই শেষে পর্দা নামল লা লিগার এবারের মৌসুমের। মৌসুমজুড়ে টানটান উত্তেজনার পর শেষ পর্যন্ত লিগ শিরোপা উঠেছে বার্সেলোনার হাতেই। রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে ২৮তম লিগ শিরোপা জিতেছে বার্সা। বার্সা-রিয়ালের পাশাপাশি আরও তিন ক্লাব সরাসরি খেলবে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে।
এই মৌসুমে স্পেন থেকে ৫টি ক্লাব খেলতে পারবে চ্যাম্পিয়নস লিগে, ঘোষণা দেওয়া হয়েছিল আগেই। গ্রুপ পর্বের শীর্ষ তিনে থাকা বার্সা, রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগে খেলা অনেকটাই নিশ্চিত ছিল।
৮৮ পয়েন্ট নিয়ে লা লিগার চ্যাম্পিয়ন হয়েছে বার্সা। ৪ পয়েন্ট কম নিয়ে রানার্সআপ রিয়াল। ৭৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে অ্যাটলেটিকো।
শেষ দুই জায়গা নিয়েই ছিল মূল লড়াই। শেষ পর্যন্ত এই দুই জায়গা দখল করেছে অ্যাথলেটিক ক্লাব বিলবাও ও ভিয়ারিয়াল। ৭০ পয়েন্ট পেয়ে দুই দলই পৌঁছে গেছে চ্যাম্পিয়নস লিগে। গোল ব্যবধানে এগিয়ে থেকে চতুর্থ হয়েছে বিলবাও, ৫ম স্থানে আছে ভিয়ারিয়াল।
৪ মৌসুম পর চ্যাম্পিয়নস লিগে ফিরছে ভিয়ারিয়াল। ১১ বছর পর চ্যাম্পিয়নস লিগে খেলবে বিলবাও।