Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে গরু‌ বাঁচা‌তে গি‌য়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল বৃদ্ধের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ মে ২০২৫ ২২:৩৪

প্রতীকী ছবি

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজারহাটে গরু বাঁচাতে গি‌য়ে ট্রেনের নিচে কাটা পড়ে আব্দুল খালেক (৬০) না‌মে এক বৃদ্ধের মৃত‌্যু হ‌য়ে‌ছে।

সোমবার (২৬ মে) বিকেল সাড়ে ৫টার দি‌কে রাজারহাট-তিস্তা রেল সড়কের মণ্ডলের বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ গ্রামের বাসিন্দা।

পু‌লিশ ও এলাকাবাসী সূ‌ত্রে জানা গে‌ছে, আব্দুল খালেক প্রতিদিনের মত মণ্ডলের বাজার এলাকায় তার গৃহপা‌লিত ক‌য়েকটি গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। বিকেলে লাইনের ওপ‌রে থাকা এক‌টি গরু‌কে সরা‌তে যান তিনি। এ সময় পা পিছলে লাইনের ওপর পড়ে গেলে ‌ট্রেনে কাটা প‌ড়ে ঘটনাস্থ‌লে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তছলিম উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষ‌য়ে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

সারাবাংলা/এসআর

কুড়িগ্রাম ট্রেনে কাটা পড়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর