Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএসপিএবি সদস্য কামরুল হত্যায় জড়িতদের ৭ দিনের মধ্যে গ্রেফতার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৫:০২ | আপডেট: ২৭ মে ২০২৫ ১৬:৩৮

ঢাকা: রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাটে দুবৃত্তের গুলিতে নিহত ইন্টারনেট ব্যবসায়ী কামরুল আহসান হত্যাকারীদের ৭ দিনের মধ্যে গ্রেফতারের দাবি করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

মঙ্গলবার (২৭ মে) আইএসপিএবি কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনটির সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত রবিবার (২৫ মে) রাতে রাজধানীর মধ্য বাড্ডা গুদারা ঘাট এলাকায় সন্ত্রাসী ও দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন ঢাকা বিভাগীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্বদেশ কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা কামরুল আহসান। তিনি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এর সদস্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর প্রাণকেন্দ্রে একজন ইন্টারনেট ব্যবসায়ীকে এমন হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও ঘৃণা জানাচ্ছি। একইসঙ্গে নিহতের ৪৮ ঘণ্টা পরও এই হত্যাকণ্ডে জড়িতরা গ্রেফতার না হওয়ার গভীর উদ্বেগ প্রকাশ করছে আইএসপিএবি পরিবার। তাই আগামী সাত দিনের মধ্যে দুবৃত্তদের সনাক্ত করে আইনের অধীনে এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।

আইন শৃঙ্খলাবাহীনি যদি এ বিষয়ে গাফলতি করেন তবে ইন্টারনেট ব্যবসায়ীদের পক্ষ থেকে বেধে দেয়া সময়ের পর তিব্র আন্দোলন গড়ে তোলা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিটিআরসি’র নিবন্ধিত হিসেবে আইএসপি পারিবারের প্রতিটি সদস্য বর্তমান সময়ের মৌলিক অধিকার হিসেবে বিবেচিত এবং সরকারের পক্ষ থেকে জরুরী সেবা হিসেবে গৃহীত ইন্টারনেট ব্যবসায়ী ও কর্মীদের নিরাপত্তা দেয়া না হলে এই সংযোগ ব্যবস্থাপনাও ভেঙ্গে পড়বে। বিষয়টি আমলে নিয়ে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করছে আইএসপিএবি’র কার্যনির্বাহী কমিটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এমপি

আইএসপিএবি গ্রেফতার হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর