Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নরসিংদীতে ছেলের শাবলের আঘাতে বাবা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৫:১৪

রায়পুরা থানা, নরসিংদী।

নরসিংদী: নরসিংদী রায়পুরায় ছেলের শাবলের আঘাতে বাবা কবির মিয়া (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ছেলে মনির হোসেনকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের বাহেরচর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ছেলে মনির হোসেনকে নিয়ে দোচালা একটি ঘরে বসবাস করতেন করিব হোসেন। দীর্ঘদিন যাবত বাবার সঙ্গে ছেলের পারিবারিক কলহ চলছিল। গতকাল রাত আড়াইটার দিকে বাবার সঙ্গে ছেলের বাকবিতন্ডার এক পর্যায়ে শাবল দিয়ে মনির তার বাবাকে আঘাত করে। এক পর্যায়ে আহত কবির দৌড়ে পাশের একটি জমিতে চলে এলে তাকে পিছন থেকে আবারও উপর্যুপরি আঘাত করে জখম করে ছেলে মনির। এতে ঘটনাস্থলে কবিরের মৃত্যু হয়। ঘটনার সময় এলাকাবাসী মনিরকে বাধা দেওয়ার সাহস পাননি। এক পর্যায়ে এলাকার লোকজন মিলে মনিরকে আটক করে পুলিশকে খবর দেন।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ জানান, প্রবাস ফেরত ছেলের শাবলের আঘাতে কবির হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছে। ঘটনার পর তার ছেলেকে আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

ছেলের হাতে বাবা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর