ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামকে খালাস দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। এ ঘটনার প্রতিক্রিয়ায় শুধু আজহার নয়, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাশেম আলীসহ ৮ মামলা পুনরালোচনার দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।
মঙ্গলবার (২৭ মে) ফেসবুকে নিজের আইডিতে এ বিষয়ে একটি পোস্ট দেন তিনি ।
পোস্টে এস এম ফরহাদ লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রথম সভাপতি এটিএম আজহার ভাই মিথ্যা মামলা থেকে মুক্তি পেয়েছেন।’
তিনি আরও লেখেন, ‘শুধু এইটুকুতেই থেমে গেলে হবে না; আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাশেম আলী, সালাহ উদ্দিন কাদের চৌধুরী, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদী, আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, মতিউর রহমান নিজামী এবং অধ্যাপক গোলাম আজমসহ সকল মজলুম শহিদ নেতাদের মামলা আবারও জাতির সামনে উন্মোচিত করতে হবে, জাতিকে এই আওয়ামী নাটকীয় বিচারের সবকিছুই জানাতে হবে।’
উল্লেখ্য, একাত্তরে মুক্তিযুদ্ধের সময় গণহত্যা, হত্যা, অপহরণ, নির্যাতনের ছয় ঘটনায় দোষী সাব্যস্ত করে ২০১৪ সালে আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০১৯ সালে প্রথমবার আপিল শুনানি করে সেই রায় বহাল রেখেছিল তখনকার আপিল বেঞ্চ। ওই দুই রায় বাতিল করেছে এখনকার আপিল বিভাগ।