Thursday 29 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পূর্বের আপিল বিভাগের রায়ে ‘অনুতপ্ত’ বর্তমান আপিল বিভাগ

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ১৬:৪৫ | আপডেট: ২৭ মে ২০২৫ ১৭:০২

হাইকোর্ট। ছবি: সারাবাংলা

ঢাকা: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ থেকে বেকসুর খালাস পেয়েছেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এরই মধ্যে রায়ের তিন পৃষ্ঠার সংক্ষিপ্ত আদেশ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে পূর্বের রায়ের জন্য ‘অনুতপ্ত’ হয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৭ মে) বিকেল ৩টায় এ রায় প্রকাশ করা হয়। এদিন সকাল ৯টা ৫৫ মিনিটে এটিএম আজহারকে খালাস দিয়ে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত আদেশে বলা হয়, এ মামলায় দাখিলকৃত সব ধরনের সাক্ষ্যপ্রমাণ পুঙ্খানুপুঙ্খ পুনর্মূল্যায়ন করেছেন আপিল বিভাগ। এতে আপিলকারী তথা এটিএম আজহারুল ইসলামের দোষী সাব্যস্ত হওয়ার কারণ ছিল ফৌজদারি আইনের মৌলিক নীতির প্রতি স্পষ্ট অবজ্ঞা। ফলে ন্যায়বিচারের চরম বিপর্যয় ঘটেছে। এজন্য আগের ব্যর্থতা স্বীকার করে এই বিভাগ।

এছাড়া পূর্বের রায়ে আজহারের বিরুদ্ধে প্রমাণের ত্রুটি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগের বিস্তৃত প্রেক্ষাপটের প্রতি যথাযথ বিবেচনা করতে ব্যর্থ হয়েছে। এমনকি ফৌজদারি কার্যধারায় বাধ্যতামূলক যাচাই-বাছাই ও ন্যায্যতার উচ্চমান পূরণে ব্যর্থ হয়েছে আপিল বিভাগ।

এ মামলায় মানবতাবিরোধী অপরাধের বৃহত্তর প্রেক্ষাপট ও প্রসিকিউশন টিমের অন্তর্নিহিত প্রমাণের প্রতি যথাযথ বিবেচনা করা হয়নি। তাই আপিল বিভাগ দুঃখের সঙ্গে স্বীকার করছে যে, ন্যায়বিচারের স্বার্থে আপিলকারীর দোষী সাব্যস্তকরণ ও সাজা বহাল রাখা সম্ভব নয়।

১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের বাধ্যতামূলক আন্তর্জাতিক আইনগত নীতিমালা বিবেচনা করতে এর আগেও একটি সুযোগ হাতছাড়া করেছিল। মূলত আন্তর্জাতিক প্রথাগত আইনের মানদণ্ডের প্রযোজ্যতা সম্পর্কে এই আদালতের ওপর সর্বদা একটি বিচারিক দায়িত্ব আরোপ করা হয়েছিল। যা উপেক্ষা করা উচিত ছিল না। তাই প্রথমবারের মতো এ ধরনের বিচারিক দায়িত্ব থেকে সরে আসে পূর্বের আপিল বিভাগ।

বিজ্ঞাপন

সবমিলিয়ে সব অভিযোগ থেকে খালাস পেলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। অন্য কোনো মামলা না থাকলে তাকে অবিলম্বে জেল হেফাজত থেকে মুক্তি দেওয়া হবে।

সারাবাংলা/আরএম/এমপি

এটিএম আজহারুল ইসলাম খালাস মানবতাবিরোধী অপরাধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর