Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিপিস্টার পার্টনারদের স্বীকৃতি দিল গ্রামীণফোন

সিনিয়র করেসপন্ডেন্ট
২৭ মে ২০২৫ ২০:৪৬

ঢাকা: জিপিস্টার পার্টনারদের অবদানের স্বীকৃতি দিতে সম্প্রতি রাজধানীর একটি হোটেলে জিপিস্টার পার্টনারশিপ সেলিব্রেশন-২০২৪ অনুষ্ঠানের আয়োজন করে দেশের শীর্ষ টেলিকম অপারেটর গ্রামীণফোন।

গ্রামীণফোনের প্রতি সবচেয়ে লয়াল গ্রাহকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেন ব্র্যান্ড পার্টনাররা। তাদের হাত ধরেই সাফল্যমণ্ডিত হয় জিপিস্টার প্রোগ্রাম। সেইসব পার্টনারদের অবদানকে স্বীকৃতি দিতেই এই আয়োজন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ সময় ছিলেন গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামানসহ বিভিন্ন খাতের বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রতি সবচেয়ে লয়াল গ্রাহকদের আকর্ষণীয় অফার ও অভিজ্ঞতা পৌঁছে দিতে যারা বিশেষ ভূমিকা রেখেছে তাদের অসামান্য অবদানের স্বীকৃতি জানায় কোম্পানিটি।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, জিপিস্টার ইকোসিস্টেমের অবিচ্ছেদ্য অংশ হচ্ছেন আমাদের পার্টনাররা। তাদের নিরবচ্ছিন্ন উদ্ভাবন ও অঙ্গীকারের ফলেই লয়াল গ্রাহকদের জন্য সংযোগ ছাড়াও আর অনেক আকর্ষণীয় সুবিধা ও অভিজ্ঞতা প্রদান করতে পারছি আমরা। এই উদযাপন শুধু স্বীকৃতি নয় বরং পারস্পরিক সহযোগিতাকে শক্তিশালী করার এক প্রয়াস; যা আমাদের সকলকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

জিপিস্টার গ্রামীণফোনের একটি প্রিমিয়াম লয়ালটি প্রোগ্রাম যা কোম্পানিটির প্রতি সবচেয়ে আস্থাশীল গ্রাহকদের আকর্ষণীয় অফার ও সুবিধা দিতে সাজানো হয়েছে। এই প্রোগ্রামের আওতায় দেশের জনপ্রিয় ব্র্যান্ডগুলোর সঙ্গে পার্টনারশিপের ভিত্তিতে গ্রাহকদের জন্য আকর্ষণীয় সুবিধা, বিশেষ অফার এবং প্রিমিয়াম অভিজ্ঞতা নিশ্চিত করে গ্রামীণফোন। লাইফস্টাইল, ডাইনিং, শপিং থেকে শুরু করে ভ্রমণ সহ বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৮ হাজারের বেশি পার্টনার আউটলেটের আন্তরিক সহযোগিতায় এই সেবাগুলো প্রদান করা হয়। গ্রামীণফোনের সেই সকল পার্টনারদের ‘বিশেষ ধন্যবাদ’ দিতেই এই আয়োজন, যাদের অবদানের মাধ্যমে গ্রাহকদের এমন ভিন্ন মাত্রার সেবা দিতে পারছে অপারেটরটি।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এসআর

গ্রামীণফোন জিপিস্টার পার্টনার স্বীকৃতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর