ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী ফরিদ আহমেদ বাবু ওরফে এক্সেল বাবু (৫৬) সহ চারজনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ মে) বিকেল আনুমানিক সাড়ে ৩টায় তাদের গ্রেফতার করা হয়। সেনাবাহিনীর বসিলা সেনা ক্যাম্প থেকে বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়।
গ্রেফতার এক্সেল বাবুর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চাঁদাবাজি এবং ভূমি দখলের মতো গুরুতর অভিযোগে ১৫টিরও বেশি মামলা রয়েছে।
গোয়েন্দা তথ্যমতে, এক্সেল বাবু কুখ্যাত কিশোর গ্যাং ‘টিন এজ টর্নেডো, ডার্ক স্ট্রাইকার্স, রেড ভলক্যানো’ এবং দুর্ধর্ষ অপরাধী ‘কব্জিকাটা আনোয়ার ওরফে শুটার আনোয়ার’র গডফাদার হিসেবে পরিচিত।