Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে নারী উদ্যোক্তাদের কর্মকাণ্ড পরিদর্শনে নেদারল্যান্ডসের শিক্ষা বিশেষজ্ঞ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ০০:০৬

নাটোরে নেদারল্যান্ডসের শিক্ষা বিশেষজ্ঞ।

নাটোর: নাটোরের সিংড়ায় নারীর উদ্যোক্তাদের কর্মকাণ্ড পরিদর্শনে এসেছেন নেদারল্যান্ডেসের শিক্ষা বিশেষজ্ঞ এরিক জোটেড। মঙ্গলবার (২৭ মে) দুপুরে তিনি পৌর শহরের বালুয়া-বাসুয়া মহল্লায় আসেন।

জানা যায়, নেদারল্যান্ডসের সংগঠন ‘পাম’ এর পক্ষ থেকে এরিক জোটেড নাটোরের গুরুদাসপুর আরডিও পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের নিয়ে ১০ দিনের ট্রেনিংয়ে ট্রেইনার হিসেবে অংশ নেন।

তিনি বিভিন্ন উদ্যোক্তাদের টেকনিক্যাল সাপোর্ট দেন। চলনবিলাঞ্চলে কী ধরনের কাজ করা হয়, নারী উদ্যোক্তারা কী ধরনের কাজ করেন সেটা পরিদর্শনে তিনি আসেন।

সিংড়ার নারী উদ্যোক্তা মোছা. আইরিন আক্তারের কর্মকাণ্ড পরিদর্শন করেন। আইরিন রেডি টু কুক ফিস ও চলনবিলের মাছ নিয়ে কাজ করেন। আরেক উদ্যোক্তা ইসমে আর রাওমান। তিনি কাজ করেন সব ধরনের হস্তশিল্প, ঘি, মধু আচার ও কুমড়াবড়ি নিয়ে।

বিজ্ঞাপন

এ সময় তার সফরসঙ্গী ছিলেন নেদারল্যান্ডের সংগঠন পাম এর বাংলাদেশের প্রতিনিধি শাহিদুর রহমান রিমন ও তৌহিদা ইয়াসমিন ওজমা প্রমুখ।

সারাবাংলা/এইচআই

নাটোর নারী উদ্যোক্তা নেদারল্যান্ডস

বিজ্ঞাপন

‘চেং মাই’ দেখতে শত শত মানুষ
১২ জুলাই ২০২৫ ২০:২৪

আরো

সম্পর্কিত খবর