Wednesday 28 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুশখালী সীমান্ত দিয়ে ২৩ জনকে বাংলাদেশে পুশব্যাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ মে ২০২৫ ০০:১১ | আপডেট: ২৮ মে ২০২৫ ০০:১৩

কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা ২৩ জন। ছবি: সংগৃহীত

সাতক্ষীরা: সাতক্ষীরার কুশখালী সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা ২৩ জন থাকতেন ভারতের হরিয়ানায়, কাজ করতেন ইটভাটায়। গত ১৫ মে তাদের আটক করে সীমান্ত এলাকায় আনা হয়।

এর পর নির্যাতন করে মঙ্গলবার (২৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়। এই ২৩ জনের মধ্যে ২২ জনের বাড়ি কুড়িগ্রাম ও একজনের বাড়ি ঝালকাঠি জেলায়।

পুইব্যাক হওয়া বাংলাদেশিরা হলেন- কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার চন্দ্রখানা গ্রামের জাবেদ হোসেন, জাবেদ আলীর স্ত্রী শিউলী বেগম, জাবেদের ছেলে সুমন হোসেন, নুর আলী ও সজীব, সুমন মিয়ার স্ত্রী খুশি বেগম, নুর আলমের স্ত্রী সম্পা খাতুন, একই জেলার ভুরুঙ্গামারী উপজেলার আঙারিয়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে মোশাররফ হোসেন, মোশারফ হোসেনের স্ত্রী লাইলি বেগম, মোশাররফের মেয়ে মোর্শেদা খাতুন ও মিম খাতুন, মোশাররফের ছেলে লুৎফর রহমান লাবিব, একই জেলার মোক্তারকুটি গ্রামের মৃত আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের স্ত্রী আনজুয়ারা, মেয়ে সুমাইয়া খাতুন, ছেলে আব্দুল্লাহ, বড়ভিটা গ্রামের মমিন আলীর ছেলে মজিবর রহমান, মজিবর রহমানের স্ত্রী মোর্শেদা বেগম, চন্দ্রখানা গ্রামের তাজুল ইসলামের স্ত্রী স্বপ্না বেগম, তাজুল ইসলামের মেয়ে শাফিরানা, দুলালী ও ছেলে শাকিল এবং ঝালকাঠি জেলার দারকী গ্রামের আব্দুল গফফারের ছেলে আব্দুল কাইয়ুম।

কুশখালী বিজিবি’র বিওপি কমান্ডার সুবেদার মেজবাহউদ্দীন জানান, কুশখালী সীমান্ত দিয়ে পুশব্যাক করা ২৩ জনকে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দফতরে পাঠানো হয়েছে। তাদের মধ্যে সাতজন নারী, সাতজন পুরুষ ও নয়জন শিশু রয়েছে।

বিজ্ঞাপন

জাবেদ হোসেন আরও জানান, তারা হরিয়ানা রাজ্যে ইটভাটায় কাজ করতেন। ভারতীয় পুলিশ তাদের ১৫ মে আটক করে নিয়ে আসে। পরে কুশখালী সীমান্ত এলাকায় ১০ দিন আটকে রেখে নির্যাতন চালিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয় বিএসএস সদস্যরা।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, বিজিবি ২৩ জন বাংলাদেশি নাগরিককে সাতক্ষীরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে না। তাদের সাতক্ষীরা সদর থানা পুলিশের হেফাজতে রেখে আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/পিটিএম

ইটভাটা কাজ পুশব্যাক বাংলাদেশ ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর